• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫

অশ্রু ভেজা চোখে গ্রান্ড স্ল্যামকে বিদায় দিলেন সানিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩, ১১:৩০ পিএম
অশ্রু ভেজা চোখে গ্রান্ড স্ল্যামকে বিদায় দিলেন সানিয়া

 অশ্রুসিক্ত চোখে গ্রান্ড স্ল্যাম থেকে বিদায় নিলেন সানিয়া মির্জা ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার পর বিদায়ী ভাষন দিতে এলেন। শত চেষ্টা করেও শেষ পর্যন্ত আর চোখের পানি ধরে রাখতে পারলেন না ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। তবে অশ্রুভেজা চোখেই বললেন, ‍‍`এটা দুঃখের নয়, আনন্দের কান্না‍‍`। 

ভারতের নারী ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় বিজ্ঞাপন সানিয়া। টেনিস বিশ্বে যত তারকাই থাকুক নারীদের বিভাগে সানিয়াই ছিলেন ভারতীয়দের কাছে সবচেয়ে বড় তারকা। তবে সবকিছুরই শেষ আছে। সানিয়াও তাই বিদায় নিয়েছেন গ্রান্ডস্ল্যাম থেকে, টেনিস থেকে বিদায় নেবেন আগামী মাসে।

 বয়স পেরিয়েছে ৩৬, পরিবারকেও সময় দেওয়ার প্রয়োজন মনে করছেন। ক্যারিয়ারের সেরা সময়ও পার করেছেন অনেক আগেই। সবমিলিয়ে কয়েকদিন আগেই টেনিসকে বিদায় বলার ঘোষণা দিয়েছিলেন। 

বিদায়টা এমন জায়গাতে হলো, সেই মেলবোর্ন পার্কেই শুরু করেছিলেন টেনিস ক্যারিয়ার। এমনকি যার সঙ্গে জুটি গড়েছিলেন, সেই বেপান্নাই ছিলেন ক্যারিয়ারের শুরুতেই সানিয়ার জুটি। তবে বিদায় বেলা অবশ্য খুব একটা সুখের হয়নি সানিয়ার। 

ক্যারিয়ারের শেষ গ্রান্ডস্লাম ম্যাচে ব্রাজিলীয় জুটির বিপক্ষে হেরেছেন সানিয়ারা। প্রথম সেটে অবশ্য লড়াই করেছিলেন, খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। তবে এরপর আর কোনো সেটেই লড়াই করতে পারেননি। 

সানিয়াকে রাজসিক বিদায়ই দিয়েছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। সানিয়ার বিদায় বেলায় করতালিমুখর হয়ে ওঠে রড লেভার অ্যারেনা। তবে অস্ট্রেলিয়ান ওপেনে শুধু গ্রান্ড স্ল্যামকেই বিদায় জানিয়েছেন সেরেনা। আগামী মাসে দুবাইয়ে একটি টুর্নামেন্ট খেলে টেনিসকেই বিদায় বলে দিবেন তিনি।

Link copied!