• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে সাক্কারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪, ০৭:০৫ পিএম
ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে সাক্কারি
প্রতিপক্ষের সার্ভ ফেরাচ্ছেন মারিয়া সাক্কারি। ছবি : সংগৃহীত

গ্রিসের নারী টেনিস তারকা মারিয়া সাক্কারি ইউএস ওপেন চ্যাম্পিয়ন কোকো গফকে বৃষ্টি-বিঘিœত ম্যাচে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। ফাইনালে তিনি খেলবেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় পোল্যান্ডের ইগা সুয়াটেকের বিরুদ্ধে।

সাক্কারি তীব্র লড়াইয়ের পর তৃতীয় বাছাই গফকে ৬-৪, ৬-৭ (৫-৭) ও ৬-২ সেটে পরাজিত করেন।
ক্যালিফোর্নিয়া আসরের এই ম্যাচের প্রথম সেটের মাঝামাঝি এবং দ্বিতীয় সেটের শুরুতে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। 

ইউক্রেনের মার্তা কোস্তাককে মাত্র ৬৫ মিনিটে ৬-২ ও ৬-১ সেটে পরাজিত করেন সুয়াটেক।

রোববারের ফাইনালটি হবে ২০২২ সালের ফাইনালের ঠিক রিম্যাচ। যেখানে সুয়েটেক সরাসরি সেটে জিতেছিলেন।

যদিও এই বছরের টুর্নামেন্টে সোয়াটেক এখনও একটি সেটেও পরাজিত হননি।  

সাক্কারি ম্যাচশেষে বলেন, ‘কোকো দারুণ এক প্রতিপক্ষ। তবে তাকে হারিয়ে আমি এই আসরে আবারো ফাইনালে উঠতে পেরে খুব খুশি।’

পুরুষ বিভাগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ শেষ চারে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জ্যানিক সিনারের সাথে খেলবেন। দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক দেশের টমি পলের বিরুদ্ধে লড়বেন গত বছরের রানার্সআপ ড্যানিল মেদভেদেভ।
 

Link copied!