• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

পদত্যাগ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৪, ০২:৫৫ পিএম
পদত্যাগ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান
জাকা আশরাফ । ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ পদত্যাগ করেছেন।  শুক্রবার তার সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে পিসিবির ম্যানেজমেন্ট কমিটি।

 কদিন আগেই পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আনোয়ার-উল-হক কাকার। তারপরই পিসিবি প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জাকা আশরাফ। 

২০২৩ সালের জুলাই মাসে জাকা আশরাফকে পিসিবির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এরপর থেকেই তিনি দারুণ দক্ষতার সঙ্গে পিসিবির এই শীর্ষ দায়িত্ব পালন করে আসছিলেন। যদিও বেশ কিছু বিতর্কেরও জন্ম দিয়েছেন।

বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও তার সম্পর্কের অবনতি হয়েছে। তার আমলেই তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। পাকিস্তানের কোচিং প্যানেল ও বোর্ডেও বড় ধরনের পরিবর্তন এসেছে।

এদিকে শুক্রবার লাহোরে ম্যানেজিং কমিটির বৈঠকে সভাপতিত্ব করার পর পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা দেন জাকা আশরাফ। জাকা আশরাফ বলেন, “আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য পিসিবিকে ধন্যবাদ। পাকিস্তান ও পাকিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য আমার প্রার্থনা অব্যাহত থাকবে।”
 

Link copied!