• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
চ্যাম্পিয়নস লিগ

আরেকটি প্রত্যাবর্তনে লিভারপুলকে উড়িয়ে দিলো রিয়াল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৪:০৮ এএম
আরেকটি প্রত্যাবর্তনে লিভারপুলকে উড়িয়ে দিলো রিয়াল

ম্যাচ শুরুর চার মিনিটের মাথায় গোল হজম করলো রিয়াল মাদ্রিদ। ওই ধাক্কা সামলানোর আগে ১৪তম মিনিটে আরও এক গোল! শুরুর ১৫ মিনিটের মধ্যে এরকম বড় ধাক্কা খাওয়ার পর ম্যাচে ফিরতে ঠিক যা যা প্রয়োজন পরের ৭৫ মিনিটে যেন সেটাই করলো চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিংস চ্যাম্পিয়নরা।

দুর্দান্ত গোলে প্রথমটা শোধ করলেন ভিনিশিয়াস জুনিয়র। এরপরের গোলটা যেন রিয়ালকে উপহার দিলেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। ওই যে শুরু এরপর বাকি সময় দাপট দেখিয়ে আরও তিন গোল আদায় করেছে  কার্লো আনচেলত্তির দল। সবমিলিয়ে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি)  চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি রিয়াল জিতেছে ৫-২ গোলের ব্যবধানে।

ম্যাচের তখন বয়স সবে চার মিনিট, দর্শকরাও হয়তো গ্যালারিতে নিজের সিটে ঠিকমতো বসতে পারেননি। এরই মধ্যে স্বাগতিক লিভারপুলকে লিড এনে দেন দারউইন নুনেস। সালাহর দারুণ পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে একটু লাফিয়ে সাইড-ফুট শটে লক্ষ্যভেদ করেন এই উরুগুইয়ান ফুটবলার। 

ম্যাচের ১৪ মিনিটে লিড দ্বিগুন করেন সালাহ। বেশ দূর থেকে কারাভাহালের ব্যাকপাস বুক দিয়ে নামিয়েছিলেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। কিন্তু সেটা ক্লিয়ার কয়ার আগে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলায় বল পেয়ে যান সালাহ। আচমকা এমন উপহার পেয়ে দ্রুত কাজে লাগিয়েছেন তিনি।

শুরুতে দুই গোল হজম করলেও ভড়কে যায়নি রিয়াল। দ্বিতীয় গোল হজমের সাত মিনিট পর ব্যবধান কমিয়েছেন ভিনিশিয়াস। ২১তম মিনিটে ডি-বক্সের বাঁ দিকে বেনজেমার পাস থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজলিয়ান।

এরপর আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমিয়ে তোলে দুই দল। ম্যাচের ৩৬তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। ভিনিসিউসের চ্যালেঞ্জে এড়াতে গোলরক্ষক অ্যালিসনকে ব্যাকপাস দিয়েছিলেন লিভারপুলের জো গোমেজ। সেই শট ক্লিয়ার করতে গিয়ে ভিনিসিউসের পায়ে মারেন অ্যালিসন আর ফিরতি বল জড়িয়ে যায় জালে।

বিরতি থেকে ফিরে যেন আরও হিংস্র হয়ে ওঠে পুরো রিয়াল। ভিনিশিয়াসের প্রতিটি পদক্ষেপ ভিতী ছড়াচ্ছিল লিভারপুলের রক্ষণে। ম্যাচের ৪৭তম মিনিটে ম্যাচে প্রথমবারের মতো লিড পায় রিয়াল। লুকা মদ্রিচের নেওয়া ফ্রি কিকে দারুণ হেডে রিয়ালকে এগিয়ে নেন মিলিতাও।

আট মিনিটের ব্যবধানে আবারও গোলের দেখা পায় রিয়াল। রদ্রিগোর সঙ্গে ওয়ান-টু খেলে শট নেন বেনজেমা, সেটা লিভারপুলের গোমেজের শরীরে লেগে জড়িয়ে যায় জালে।

ম্যাচের ৬৭তম মিনিটে দারুণ গোছানো আক্রমণে ম্যাচের পঞ্চম গোল করে রিয়াল। মদ্রিচের কাছ থেকে বল পেয়ে বেনজেমাকে দিয়েছিলেন ভিনিশিয়াস।, সেই বল পেয়ে আগোয়ান অ্যালিসনকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন বেনজেমা।

ম্যাচের বাকি সময়ে একাধিক চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি লিভারপুল। শেষ আটে যেতে রিয়ালের মাঠে অবিশ্বাস্য কিছুই করতে হবে তাদের। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী ১৫ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচ। 

Link copied!