• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

সতীর্থদের ইগো ছাড়ার পরামর্শ রামোসের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০১:১৮ পিএম
সতীর্থদের ইগো ছাড়ার পরামর্শ রামোসের

পিএসজি তারকায় ঠাসা দল হলেও চ্যাম্পিয়নস লিগে মুখ থুবড়ে পড়ে। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপে দলে থাকলেও দল চ্যাম্পিয়নস লিগে ভালো করতে পারছে না।

দলের আরেক তারকা খেলোয়াড় সার্জিও রামোস বলেন, দলের সদস্যদের ইগো ত্যাগ করতে হবে।

লিগ ওয়ানের শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার কারণ হিসেবে ইগোকেই দায়ী করেছেন রামোস। তার মতে, যারা আগে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে, তারা ইগো ত্যাগ করতে পেরেছিল।

সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বলেন, "এটা সত্য পিএসজিতে অনেক তারকা খেলোয়াড় আছেন। বিশ্বের সেরা সেরা কিছু ফুটবলার এখানে খেলছেন। তবে জয় আসে দলের সবার চেষ্টায়। সকলে দলীয়ভাবেই জয়ের চেষ্টা করে। কোনো দলের চ্যাম্পিয়ন হওয়ার অর্থ, তারা ইগো পেছনে ফেলতে পেরেছিল।"

চ্যাম্পিয়নস লিগের রাতের ম্যাচে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঘরের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ০-১ গোলে হেরেছে পিএসজি। 

Link copied!