• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

৫০ বছর পর ঘরের মাঠ ছাড়ছে পিএসজি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৩:১১ পিএম
৫০ বছর পর ঘরের মাঠ ছাড়ছে পিএসজি
পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম ফুটবল ফ্রান্সের পিএসজি গত পাঁচ দশক ধরে ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে আসছে যে স্টেডিয়াম, সেটা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অনেক চেষ্টা করেও ‘পার্ক দেস প্রিন্সেস’ স্টেডিয়ামটি কিনে নিতে ব্যর্থ হয়েছে পিএসজি। 

উয়েফা কংগ্রেসে বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি। তিনি বলেন, এখন বলা খুব সহজ যে, স্টেডিয়ামটি বিক্রির জন্য নয়। জানি আমরা কী চাই, স্টেডিয়ামটি কেনার চেষ্টায় আমরা বছরের পর বছর সময় নষ্ট করেছি। আমরা এখান থেকে সরে যেতে চাই।

স্টেডিয়ামটির মালিকানা প্যারিস সিটি কাউন্সিলের। প্যারিসের মেয়র আনি ইদালগো আগেই পিএসজিকে জানিয়ে দিয়েছিলেন, স্টেডিয়ামটি বিক্রি করা হবে না। গত মঙ্গলবারও একই কথা বলেন তিনি। 

পার্ক দেস প্রিন্সেস প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। এর চার বছর পর থেকে স্টেডিয়ামটি ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে আসছে পিএসজি।
 

Link copied!