• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

কোমা থেকে ফিরেছেন পিএসজি গোলরক্ষক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২০, ২০২৩, ০৮:৪১ পিএম
কোমা থেকে ফিরেছেন পিএসজি গোলরক্ষক

স্পেনে ঘোড়দৌড় প্রতিযোগিতায় দুর্ঘটনার কবলে গুরুতর আহত হয়েছিলেন পিএসজির গোলকিপার সার্জিও রিকো। তবে এই গোলরক্ষককে নিয়ে এবার স্বস্তির খবর দিয়েছেন তার স্ত্রী। কোমায় থাকা রিকো এখন সেরে উঠেছেন।

গত মে মাসে ঘোড়দৌড় প্রতিযোগিতায় দুর্ঘটনার শিকার হয়েছিলেন পিএসজি গোলরক্ষক। তখন স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছিল, প্রতিযোগিতায় ঘোড়ার পিঠে থাকায় অবস্থায় আরেকটি নিয়ন্ত্রণহীন ঘোড়ার সঙ্গে দুর্ঘটনা ঘটে। এরপর ঘোড়ার পিঠ থেকে পড়ে যান রিকো। তখন সেভিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সেভিয়ার হাসপাতালেই চিকিৎসা চলছে পিএসজি গোলরক্ষকের। রিকোর ব্যাপারে তার স্ত্রী আলবা সিলভা জানান, আমরা অবশেষে টানেলের শেষ দেখতে পাচ্ছি। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমি শুরু থেকেই জানতাম সে পারবে, কারণ সে চ্যাম্পিয়ন। তবে আমাদের ধৈর্য ধরতে হবে।

পিএসজির গোলরক্ষকের ভূমিকায় ছিলেন ২৪ ম্যাচে ছিলেন রিকো। এছাড়া স্প্যানিশ দলের হয়েও মাঠে নেমেছেন একটি ম্যাচে।   

Link copied!