• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

হেরেও হাল ছাড়ছেন না পিএসজি কোচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৩:২৪ পিএম
হেরেও হাল ছাড়ছেন না পিএসজি কোচ

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। ম্যাচটি ছিল প্রথম লেগে্র। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ০-১ গোলে হেরেছে পিএসজি। ম্যাচের দ্বিতীয়ার্ধে পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলে ব্যবধান গড়া গোলটি করেছেন বায়ার্নের কিংসলে কোমান।

৮ মার্চ বায়ার্নের মাঠে হবে ফিরতি লেগ। কোয়ার্টার ফাইনালে উঠতে শুধু জিতলেই হবে না গোল ব্যবধানেও এগিয়ে থাকতে পিএসজিকে। অন্যদিকে বায়ার্নের শুধু হার এড়ালেই চলবে।

তবে পিএসজি কোচ ক্রিস্টোফার গাল্টিয়ের দলের ফেরার ব্যাপারে আশাবাদী।

তিনি বলেন, "এটি বলা একটি সাধারণ জিনিস বলে মনে হতে পারে। তবে আজ (গত কাল) রাতে কেউই পেরিয়ে যায়নি এবং কেউই টুর্নামেন্ট থেকে আউট হয়নি। আমি আশা করছি যে, আমরা তিন সপ্তাহের মধ্যে নিজেদের তৈরি করতে পারব। আমরা যদি শেষ ২৫ থেকে ৩০ মিনিটে যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারি তাহলে আমরা বায়ার্নকে হারাতে পারব।”

পিএসজি তারকা কিলিয়ান এমবাপে ঊরুর চোট থেকে ফিরে এসেছেন। বেঞ্চ থেকে নেমে আক্রমণে গতি ও দিক-নির্দেশনা দেওয়ার পরে শেষের দিকে তাদের খেলার ধার বেড়েছিল। তবে দলটি হার এড়াতে পারেনি।

Link copied!