• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

মায়ামিতে বার্সার সাফল্যের ছবি মেসি-সুয়ারেজের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৪, ১২:৪১ পিএম
মায়ামিতে বার্সার সাফল্যের ছবি মেসি-সুয়ারেজের
জোড়া গোল করলেন মেসি ও সুয়ারেজ, বড় জয় পেল মায়ামি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ যেভাবে স্পেনের বার্সেলোনাকে দারুণ দারুণ জয় ও সাফল্য এনে দিতেন, এবার যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিকেও ওই দুই ফুটবল তারকা সেটাই উপহার দিলেন। উরুগুইয়ান তারকা সুয়ারেজ তার আর্জেন্টাইন বন্ধু মেসিকে নিয়ে বড় জয় এনে দিয়েছেন মায়ামিকে। মেসি-সুয়ারেজ দুজনেই জোড়া গোল করে পেয়েছেন। ফলে অরল্যান্ডো সিটি ৫-০ গোলের বড় ব্যবধানে উড়ে গেছে।

মেজর লিগ সকারের (এমএলএস) আগের মৌসুম টেবিলের তলানিতে থেকে শেষ করেছে ফ্লোরিডার ক্লাব মায়ামি। শেষদিকে ক্লাবটিতে যোগ দিলেও, কয়েক ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। ফলে ডেভিড বেকহ্যামের ক্লাবটিও নেতিবাচক ফল পেয়েছে। তবে এবার শুরু থেকেই তারা পাচ্ছে মেসি-সুয়ারেজ জুটির দুর্দান্ত পারফরম্যান্স। তিন ম্যাচ শেষে মায়ামি টেবিলের শীর্ষে রয়েছে।

এদিন ম্যাচের মাত্র ৪ মিনিটেই গোলের সূচনা করেন সুয়ারেজ। ডান প্রান্ত থেকে জুলিয়ান গ্রেসেলের বাড়ানো বল দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান এ স্ট্রাইকার। যা তার প্রথম এমএলএস গোল। মায়ামির লিড দ্বিগুণ করতেও তিনি বেশি সময় নেননি। একাদশ মিনিটেই বক্সের বেশ বাইরে থেকে আক্রমণ বানিয়ে ফিনিশিংটাও করেছেন সুয়ারেজ। এরপর আবার তার সহায়তায় টেলরের গোলে বিরতির আগে স্কোরবোর্ড পরিণত হয় ৩-০ তে।

বিরতির পর আরও দুই গোল পায় বেকহ্যামের ক্লাবটি। ৫৭ ও ৬২ মিনিটে গোল করেন মেসি। প্রথমটি মেসি বুক দিয়ে বল নামিয়ে আলতো করে জালে পাঠিয়ে দেন। দ্বিতীয় গোলটি তিনি করেন সুয়ারেজের অ্যাসিস্টে। উরুগুইয়ান তারকা একদম ফাঁকায় থাকা মেসিকে বল দিলে তিনি হেড দিয়ে ডানপাশ দিয়ে জাল কাঁপিয়ে ফেরেন। ফলে বড় জয় নিশ্চিত হয় মায়ামির।

এই জয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে ওঠে গেল মায়ামি। যেখানে তাদের দুই জয় এবং একটি ড্র রয়েছে।
 

Link copied!