• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
সিলেট টেস্ট

শুরুতেই খালেদের আঘাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৪, ১০:৪০ এএম
শুরুতেই খালেদের আঘাত

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দারুন শুরু করেছে। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেয়েছে টাইগাররা। খালেদের বল কভার ড্রাইভ করতে গিয়ে স্পিলে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন নিশান মাদুশকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ এক উইকেট হারিয়ে ৪ রান।

প্রথমবার সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে দারুণ শুরু করেছেন আবারও বাংলাদেশের টেস্ট দলে ফেরা খালেদ আহমেদ। সিলেটের সবুজ পিচে নতুন বলে ভালো সুইংয়ের দেখা পাচ্ছে বাংলাদেশের পেসাররা। যার সুবাদে শুরুতেই উইকেটের দেখা পায় স্বাগতিকরা।

এদিকে প্রথমবার বাংলাদেশের সাদা জার্সিতে নামছেন পেসার নাহিদ রানা। এছাড়াও একাদশে ফিরেছেন পেসার খালেদ আহমেদ। আর দলে আছেন শরিফুল ইসলাম। তিন পেসারকে নিয়ে আক্রমণে নামছে টাইগাররা। সিলেটের উইকেট সকালে ভেজা মনে হওয়ায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক।  

এদিকে অভিজ্ঞ একাদশ নিয়েই মাঠে নামছে শ্রীলঙ্কা। করুনারত্নে, ম্যাথুস, চান্ডিমালদের সঙ্গে বোলিং আক্রমণে রয়েছেন রাজিতা, কুমারারা।

বাংলাদেশ একাদশ: 
মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

শ্রীলঙ্কা একাদশ: 
দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্ডো, কুশল মেন্ডিস (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা, লাহিরু কুমারা।
 

Link copied!