• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

রাইবাকিনাকে হারিয়ে মাদ্রিদ ফাইনালে সাবালেঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৪, ০৭:৩১ পিএম
রাইবাকিনাকে হারিয়ে মাদ্রিদ ফাইনালে সাবালেঙ্কা
আরিনা সাবালেঙ্কা। ছবি : সংগৃহীত

বর্তমান চ্যাম্পিয়ন বেলারুশের আরিনা সাবালেঙ্কা মাদ্রিদ ওপেনের ফাইনালে উঠেছেন। বৃহস্পতিবার দ্বিতীয়  সেমিফাইনালে এলেনা রাইবাকিনার বিপক্ষে পিছিয়ে থেকে দারুণভাবে জিতে যান সাবালেঙ্কা।

ফাইনালে তিনি লড়বেন বিশ্বের এক নম্বর তারকা পোল্যান্ডের ইগা সুয়াটেকের বিপক্ষে।

দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা প্রথম সেটে ১-৬ গেমে হেরে যান। তখন মনেই হয়নি তিনি ফাইনালের টিকিট পাবেন। কিন্তু পরের দুই সেটে সাবালেঙ্কা লড়াই করে হলেও ৭-৫ ও ৭-৬ সেটে জিতে যান।  

স্পেনের রাজধানী মাদ্রিদের ফাইনালে গতবারের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। দুই বারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা গত বছরের ফাইনালে খেলেছিলেন সোয়াটেকের বিপক্ষে।  

বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে ম্যাডিসন কিসের বিপক্ষে ৬-১ ও ৬-৩ সেটে জয়লাভ করে ফাইনালে উঠেন সুয়াটেক।

ম্যাচশেষে সাবালেঙ্কা বলেছেন, ‘এটি (ফাইনাল) অবশ্যই একটি দুর্দান্ত লড়াই হতে চলেছে। আমি সত্যিই এই ফাইনালের জন্য অপেক্ষা করছি।’

Link copied!