• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

‍‍`ভিনিসিয়াসকে বর্ণবাদী ট্যাগ দিতে কোনো যুক্তিই গ্রহণযোগ্য না‍‍`


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ১১:২৭ এএম
‍‍`ভিনিসিয়াসকে বর্ণবাদী ট্যাগ দিতে কোনো যুক্তিই গ্রহণযোগ্য না‍‍`

বেশ কয়েকবারই বর্ণবাদের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ জোর দিয়ে বলেছেন, রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াসকে বর্ণবাদী ট্যাগ দেওয়ার জন্য কোনো যুক্তিই গ্রহণযোগ্য না।

ব্রাজিলের জাতীয় দলের তারকা বেশ কয়েকবারই বর্ণবাদী আচরণ পেয়েছেন ফুটবল ভক্তদের কাছ থেকে। গত মাসে মাদ্রিদের প্রশিক্ষণ মাঠের বাইরে একটি সেতু থেকে খেলোয়াড়ের শার্ট পরা একটি পুতুল ঝুলানো হয়েছিল।

অ্যানফিল্ডে তাদের শেষ ষোলোর ম্যাচের আগে ক্লপকে প্রশ্ন করা হয়েছিল যে, মাঠে ২২ বছর বয়সীর আচরণ বর্ণবাদকে উস্কে দেয় কী  না।

তিনি বলেন, “এটা কেমন প্রশ্ন? তিনি মাঠে এমন কী করছেন যে তার সাথে এই ধরণের ঘটনা ঘটতে পারে? বর্ণবাদ? পৃথিবীতে এমন কিছু নেই যার মাধ্যমে এটাকে সমর্থন করা যেতে পারে। তাতে তিনি মাঠে যা-ই করুন না কেন। তিনি একজন বিশ্বমানের খেলোয়াড়।”

ভিনিসিয়াস এই মৌসুমে ২১টি লা লিগা ম্যাচে সাতটি গোল করেছেন। ছয়টি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চারটি গোল পেয়েছেন।

Link copied!