• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

মোস্তাফিজ সেরা ছন্দে রয়েছে: ডোনাল্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ০৩:৩৭ পিএম
মোস্তাফিজ সেরা ছন্দে রয়েছে: ডোনাল্ড
মোস্তাফিজুর রহমান ও অ্যালান ডোনাল্ড। ছবি : সংগৃহীত

ওয়োনডে বিশ্বকাপ ক্রিকেটের পর বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেন দক্ষিণ আফ্রিকার সাবেক বিশ্বনন্দিত পেসার অ্যালান ডোনাল্ড। দায়িত্ব ছাড়লেও নিয়মিতই খোঁজখবর রাখেন টাইগার ক্রিকেটারদের। সম্প্রতি ক্রিকবাজের সঙ্গে আলাপাচারিতায় কথা বলেছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে।

মোস্তাফিজের শক্তি, দুর্বলতার পাশাপাশি তাকে পরামর্শ দিয়েছেন কীভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করা যাবে। ডোনাল্ড বলেন, ‘বোলিং দেখে মনে হচ্ছে মোস্তাফিজ তার স্টক ডেলিভারিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। বোলিংয়ে শুধু তার গতিই নয়, বৈচিত্র্যেও ভালো করছে। ছন্দের দিক থেকে বলব, সেরা সময় কাটাচ্ছে। বেশ নিয়ন্ত্রিত লাগছে। সঙ্গে যোগ করতে চাই, বেশ সতেজ মনে হচ্ছে এবং নিজের ক্রিকেট উপভোগ করছে। নতুন বলে শুরু থেকে ছন্দ পাচ্ছে।’

আইপিএলের পারফরম্যান্স নিয়ে ডোনাল্ড বলেন, ‘মোস্তাফিজ যখন ভালো বোলিং করে তখন তার গতি ঠিক থাকে এবং বল দেরিতে সুইং করে। বিশ্বকাপে কিছুটা দেখাতে শুরু করেছিল কিন্তু ধারাবাহিকতা থাকেনি। কখনো না কখনো এটা হতে পারে। ট্রেনিংয়ে যখন এটা হওয়া শুরু করলো তখন আমি ও ফিজ এটা নিয়ে আরও কাজ করা শুরু করেছিলাম। আমরা স্লোয়ার বলে বাড়তি নিয়ন্ত্রণ রাখার কাজ করেছিলাম। মনে হচ্ছে আত্মবিশ্বাস পেয়েছে চেন্নাই তাঁবুতে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ফিজকে পরামর্শ দিয়ে রাখলেন ডোনাল্ড। বলেন, ‘আমি মনে করি সে চোখ বন্ধ করেও অফ পেস ডেলিভারি করতে পারবে। এভাবেই সে নিজেকে তৈরি করেছে। সামনের যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের জন্য তাকে মনে করিয়ে দেওয়া উচিত ওখানে পেস কমিয়ে খুব বেশি সফলতা আসবে না। বরং পেস রেখে বলে লেট মুভমেন্ট করিয়ে তার বোলিং করতে হবে।’

Link copied!