• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

মুশফিক-সাকিব জুটির নতুন রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০১:৫২ পিএম
মুশফিক-সাকিব জুটির নতুন রেকর্ড
ছবি: ওয়ালটন

একাধিক সাক্ষাৎকারে সাকিব আল হাসান প্রিয় ব্যাটিং পার্টনার হিসেবে মুশফিকুর রহিমের কথা বলেছেন। মুশফিকের সাথে ব্যাটিং গড়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলেও জানান তিনি। এবার সেই প্রিয় সঙ্গীকে নিয়ে অনবদ্য মাইলফলকে জাভেদ ওমর বেলিম-হাবিবুল বাশার জুটিকে স্পর্শ করলেন।

মুশফিককে নিয়ে এখন পর্যন্ত পাঁচবার ১০০ বা তার বেশি রানের জুটি গড়েছেন সাকিব। বাংলাদেশের জার্সিতে তার বাদে পাঁচটি ১০০ বা তার বেশি রানের জুটি গড়েছেন জাভেদ ও হাবিবুর।

টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শতরানের জুটি :

৫টি (৩২ ইনিংস) – জাভেদ ওমর বেলিম ও হাবিবুল বাশার – জুটির গড় ৪১.২৮- সর্বোচ্চ ১৬৭ – ফিফটি জুটি আরও ৫টি

৫টি (৬৫ ইনিংস) – মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান- জুটির গড় ৪৩.৩২* - সর্বোচ্চ ৩৫৯ – ফিফটি জুটি আরও ১৭টি

আয়ারল্যান্ডের বিপক্ষে এদিন সাকিব আর মুশফিক মিলে গড়েছেন ১৫৯ রানের জুটি। ৮৭ রানে সাকিব ফিরলেও মুশফিক এখনও ব্যাট করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৬ রানে অপরাজিত আছেন তিনি। 

 

Link copied!