• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

হেরেও মাথা উঁচু মরক্কোর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ১১:৩৬ এএম
হেরেও মাথা উঁচু মরক্কোর

মরক্কো বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে সেমির মঞ্চে অঘটন ঘটানোর আশায় থাকলেও শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের।

ফিফার র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ২২তম স্থানে থাকা দলটি বুধবার ১১ ম্যাচে তাদের প্রথম হারের মুখোমুখি হয়েছিল। তারা হেরে গেলেও সকলের মন জয় করেছে। তারা বীরদর্পে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিল। মরক্কো আফ্রিকার জন্য যে সম্ভাবনা রেখে গেল, পরবর্তী আসরগুলোতে দলগুলো সেই অনুপ্রেরণা নিয়ে বিশ্ব আসরে আসবে।

কাতার বিশ্বকাপের আগে মাত্র তিনটি আফ্রিকান দেশ কোয়ার্টার-ফাইনাল পর্বে পৌঁছেছিল এবং সবগুলোই এই পর্বে বিদায় নিয়েছিল।

১৯৯০ সালে ক্যামেরুন, ২০০২ সালে সেনেগাল এবং ২০১০ সালে ঘানা প্রথম পর্ব পেরিয়ে নকআউট পর্বে উঠলেও প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিতে হয়।

যদিও মরক্কো কাতারের মূল পর্ব থেকে বাদ পড়েছে। তবে তাদের এখনও একটি ম্যাচ বাকি আছে। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে মরক্কো।

 

Link copied!