টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। সোমবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান কোহলি। অবসর নেওয়ার পরদিনই স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে হাজির হন কোহলি।
মঙ্গলবার (১৩ মে) বৃন্দাবনে পৌঁছান কোহলি ও আনুশকা। তাদের সঙ্গে ছিলেন মেয়ে ভামিকাও। সেখানে বিখ্যাত আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করেন দুজনে।
কোহলি বরাবরই স্বামী প্রেমানন্দ মহারাজের অনুগামী ছিলেন। সুযোগ পেলেই দুজনে বৃন্দাবন চলে যেতেন। এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েই স্ত্রীকে নিয়ে বৃন্দাবন চলে এসেছেন কোহলি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ১৪ বছরের পথচলার ইতি টানলেন ভারতের কিংবদন্তি এই ব্যাটার। সেই পোস্টে কোহলি লেখেন, ‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পরেছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব।’
ভারতের হয়ে ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন কোহলি। ৩০টি সেঞ্চুরি ও ৩১টি ফিফটি করেছেন তিনি।