• ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

আইসিসির সেরা ক্রিকেটার মিরাজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৩:৩৩ পিএম
আইসিসির সেরা ক্রিকেটার মিরাজ
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

আইসিসির সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্স সুবাদে এই কীর্তি অর্জন করলেন স্পিন অলরাউন্ডার।

জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্সকে পেছনে ফেলে মিরাজের এপ্রিল সেরা হয়েছেন। বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে আইসিসি খবরটি জানায়।

মিরাজ তৃতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মিরাজ। তার আগে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম এই মাইলফলকে পৌঁছান।

এর আগে গত এপ্রিলে সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ১–১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। এই দুই টেস্টে ৩ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৮.৬৬ গড়ে এক সেঞ্চুরিসহ মোট ১১৬ রান করেন মিরাজ। ৪ ইনিংসে বোলিং করে সর্বোচ্চ ১৫ উইকেট নেন।

সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ে ৩ উইকেটে জিতলেও সফরকারিদের দুই ইনিংসেই ৫টি করে উইকেট নেন মিরাজ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশের প্রথম ইনিংসে ১০৪ রানের ইনিংস খেলেন। সেই টেস্টে জিম্বাবুয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১১ রানে অলআউট হওয়ার পথে ৫ উইকেট নেন মিরাজ। ইনিংস ও ১০৬ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।

নারী–পুরুষ মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের চার ক্রিকেটার চারবার আইসিসির মাসসেরা হলেন। ২০২১ সালের মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জেতেন মুশফিকুর রহিম। সাকিব জিতেছেন দুবার—২০২১ সালের জুলাইয়ের পর ২০২৩ সালের মার্চে। একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে নাহিদা আক্তার আইসিসির মাসসেরা স্বীকৃতি পেয়েছেন ২০২৩ সালের নভেম্বরে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও পাকিস্তানের ফাতিমা সানাকে পেছনে ফেলে এপ্রিলের সেরা নারী ক্রিকেটারের স্বীকৃতিটি জিতেছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস।

২০২১ সাল থেকে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার দিচ্ছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির একটি স্বাধীন ভোটিং একাডেমি সেরা খেলোয়াড় নির্বাচন করেন। প্যানেলে আছেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ক্রীড়া সাংবাদিক। এ ছাড়া দর্শকেরাও আইসিসির ওয়েবসাইটে গিয়ে মনোনীত তিন খেলোয়াড়ের একজনকে ভোট দিতে পারেন।

Link copied!