• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

‘মেসি ফুটবলে নিজস্ব ছাপ রেখেছে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ১২:৫৩ পিএম
‘মেসি ফুটবলে নিজস্ব ছাপ রেখেছে’

চলতি বিশ্বকাপে উড়ন্ত ফর্মে রয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ছয় ম্যাচের চার ম্যাচে পেয়েছেন ম্যাচ সেরার পুরষ্কার। মেসির এমন ফর্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত আর্জেন্টাইন সমর্থকরা।

ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ওই ম্যাচেও এক গোল ও এক অ্যাসিস্ট করেছেন মেসি। ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স।

ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মেসিকে নিয়ে দারুণ মন্তব্য করেছেন ফরাসি অধিনায়ক হুগো লরিস। এছাড়া ফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচও আশা করছেন তিনি।

লরিস বলেন, “আর্জেন্টিনা অনেক বড় দল। মেসির মতো একজন খেলোয়াড় আছে তাদের, ফুটবল খেলাটায় যে ছাপ রেখে দিয়েছে। একটা দারুণ ম্যাচ হওয়ার সব উপকরণই আছে ফাইনালে। সবকিছু নিজেদের পক্ষে রাখার চেষ্টা করব আমরা।”

২০০২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুই বিশ্বকাপের ফাইনালে উঠেছে ব্রাজিল। টানা দুইবার বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে ফরাসিদের সামনে। তবে তার আগে ফ্রান্সকে পার করতে হবে আর্জেন্টাইন বাঁধা। 

Link copied!