• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

গুঞ্জনের মধ্যেই এমবাপের বাজিমাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৪, ০৬:৩৩ পিএম
গুঞ্জনের মধ্যেই এমবাপের বাজিমাত
সোসিয়েদাদের বিরুদ্ধে এমবাপের গোল উদযাপন। ছবি: সংগৃহীত

চলছে তার পিএসজি ছাড়ার জোর গুঞ্জন। তাতে কি? পেশাদার ফুটবলার যে তিনি। কিলিয়ান এমবাপে প্রায় প্রতি ম্যাচেই দলের হয়ে দুরন্ত নৈপূণ্য দেখাচ্ছেন, গোলের পর করছেন গোল। ফের চমৎকার ফিনিশিংয়ে করলেন দুটি গোল। বাজিমাত করলেন মাঠে। রিয়াল সোসিয়েদাদকে দ্বিতয়ি লেগেও হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের কোয়ার্টারফাইনালে উঠল লুইস এনরিকের দল।

সোসিয়েদাদের মাঠে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে ফ্রান্স লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। এর আগে নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছিল তারা। সবমিলে এগ্রিগেটে জিতলো ৪-১ ব্যবধানে। 

পঞ্চম মিনিটে প্রথম সুযোগ পায় পিএসজি। বক্সে ফাবিয়ান রুইসের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এমবাপের ডান পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। দশম মিনিটে এমবাপের পাসে কাছ থেকে বারকোলার শট ঠেকান সোসিয়েদাদ গোলরক্ষক আলেক্স রেমিরো।

পঞ্চদশ মিনিটে দারুণ গোলে দলকে এগিয়ে নেন এমবাপে। উসমান দেম্বেলের থ্রæ বল বক্সের ভেতর বাঁ দিকে নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে জায়গা বানিয়ে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান বিশ্বকাপ জয়ী তারকা।

প্রথম লেগেও দলের প্রথম গোলটি করেছিলেন এমবাপে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে চলতি মৌসুমে ৪০ গোলে সম্পৃক্ত থাকলেন তিনি (৩৩ গোল, ৭ অ্যাসিস্ট)।

৫৬ মিনিটে গোলের সংখ্যা বাড়িয়ে দলকে শেষ আটের পথে এগিয়ে নেন এমবাপে। মাঝমাঠ থেকে লি কাং-ইনের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।

নির্ধারিত সময় শেষের এক মিনিট বাকি থাকতে সান্ত¡নাসূচক গোলটি পায় সোসিয়েদাদ। ডান দিকের বাইলাইনের কাছাকাছি থেকে একজনের শট দোন্নারুম্মা ঠেকানোর পর ছয় গজ বক্সের মুখ থেকে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো।
 

Link copied!