• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচে থাকছেন না লেভানডোভস্কি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ০৩:১১ পিএম
চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচে থাকছেন না লেভানডোভস্কি

চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচে থাকছেন না লেভানডোভস্কি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে বার্সেলোনার বিদায়। তাই ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে কাতালানদের ম্যাচটি হয়েছে নিয়মরক্ষার ম্যাচে। গুরুত্বহীন এই ম্যাচে পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কিকে বিশ্রামে রেখেছে বার্সেলোনা।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে ভিক্টোরিয়ার মাঠে খেলবে বার্সেলোনা। এর আগে এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছেন, পিঠের চোটে ভুগছেন এই পোলিশ তারকা। চোটের পড়ার আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে খেলেছিলেন। তার একমাত্র গোলেই জিতেছিল জাভির শিষ্যরা।

সর্বশেষ ২০২১-২২ মৌসুম শেষেই বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দেন লেভানডোভস্কি। কাতালান শিবিরে আসার পর থেকেই আছেন দারুণ ছন্দে। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচ করেছেন ১৮ গোল।

নিজে ফর্মে থাকলেও দলকে কোনোভাবেই ভালো অবস্থানে নিতে পারছেন না। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় হওয়ায় এবার দলটিকে খেলতে হবে ইউরোপা লিগে। বার্সেলোনার এই গ্রুপ থেকে শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান।

চলতি মৌসুমে এক রিয়াল মাদ্রিদ ছাড়া আর কোনো স্প্যানিশ ক্লাব চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে জায়গা করে নিতে পারেনি।

Link copied!