• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

বায়ার্নকে হারিয়ে ইতিহাস সৃষ্টির পথে লেভারকুসেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০২:২২ পিএম
বায়ার্নকে হারিয়ে ইতিহাস সৃষ্টির পথে লেভারকুসেন
বায়ার্নকে হারানোর আনন্দটাই অন্যরমক, লেভারকুসেনের খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত

হয়তো বায়ার লেভারকুসেন এরআগে এমন কৃতিত্ব দেখায়নি। চলতি মৌসুমের ইউরোপের শীর্ষ ৫ ফুটবল লিগের একমাত্র অপরাজিত দল লেভারকুসেন। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছে জার্মান বুন্দেসলিগার মাঝারি সারির দলটি। বিপরীতে নিজেদের রাজত্বে এবার কয়েকদফায় ধাক্কা খেয়েছে বায়ার্ন মিউনিখ। টানা ১১ বারের বুন্দেসলিগা জয়ী দলটি এবার আছে শিরোপা হারানোর শঙ্কায়। আর লেভারকুসেন হয়তো শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করতে চলেছে।

মোট ৩৩ বার জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগা জিতে বায়ার্ন এটাকে অনেকটাই নিজেদের করে তুলেছে। তবে এবার লেভারকুসেন হয়তো ভাঙতে চলেছে জার্মান আধিপত্য। শনিবার ঘরের মাঠে বায়ার্নকে ৩-০ গোলে হারিয়ে লিগ শিরোপার অনেক কাছে চলে গেছে গিয়েছে আলোনসোর দল। 

শনিবার বে অ্যারেনায় শুরু থেকেই নিজেদের নামের প্রতি সুবিচার করেছে জাবি আলোন্সোর শিষ্যরা। লেভারকুসেন ১৮ মিনিটে এগিয়ে যায়। গোলটি করেন বায়ার্ন থেকেই এ মৌসুমে ধারে আসা ইয়োসিপ স্তানিসিচ। জার্মান মিডফিল্ডার রবার্ট আন্দ্রিখ বায়ার্নের গোলমুখে ক্রস করেন। বায়ার্ন রক্ষণের ভুলে ফাঁকায় বল পেয়ে যান স্তানিসিচ। ঠান্ডা মাথায় গোল করেন তিনি। 

লেভারকুসেন গোল সংখ্যা দ্বিগুণ করে ৫০ মিনিটে। গোলদাতা অ্যালেক্স গ্রিমালদো। নাথান তেল্লার পাস থেকে বল পেয়ে বায়ার্নের রক্ষণ ভাঙেন এই স্পেন তারকা। এরপর ম্যাচে ফিরতে মরিয়া প্রচেষ্টাই চালিয়েছে বায়ার্ন। কিন্তু, লাভের লাভ হয়নি কিছুতেই। বরং নিখুঁত পাল্টা আক্রমণ থেকে ম্যাচের অন্তিম সময়ে লেভারকুসেনের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন জেরেমি ফ্রিমপং।

এই ম্যাচের পর ২১ ম্যাচে ১৭ জয়ে ৫৫ পয়েন্ট লেভারকুসেনের। সমান ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৫০।

ইতিপূর্বে বহুবার শেষ সময়ে যারা হোঁচট খেয়ে শিরোপা খুইয়েছে লেভারকুসেন। নামটাও তাই শত্রুদের কাছে হয়ে গিয়েছে ‘নেভারকুসেন’। জাবি আলোন্সোর অধীনে এবার সেই দুর্দাশা কাটাতে পারে কিনা, তাইই দেখার বিষয়।
 

Link copied!