• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

খাজার সেই বিশেষ জুতা নিলামে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪, ০৬:১৩ পিএম
খাজার সেই বিশেষ জুতা নিলামে
উসমান খাজা ও তার জুতা। ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টের আগে নিজের জুতায় একটি বিশেষ বার্তা লিখে অনুশীলনে নেমেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। যদিও সেই জুতা পরে তাকে পার্থ ক্রিকেট টেস্ট খেলতে দেয়নি আইসিসি। জুতায় খাজা লিখেছিলেন, ‘সকল জীবনই সমান গুরুত্বপূর্ণ, স্বাধীনতা মানুষের অধিকার।’

এবার ফিলিস্তিনি শিশুদের সাহায্য পাঠাতে সেই ‘প্রতিবাদী’ জুতা নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন খাজা। নিলাম থেকে যে অর্থ পাবেন, সেই অর্থে ফিলিস্তিনি শিশুদের মানবিক সাহায্য করতে চান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে খাজা জানিয়েছেন, তিনি ইউনিসেফের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের সঙ্গে কাজ করে গাজার শিশুদের সাহায্য করার অঙ্গিকার করেছেন।

পোস্টে খাজা লেখেন, ‘সবাইকে স্বাগতম। আমি ঘোষণা করতে চাই যে, আমার জুতা নিলামে তুলেছি। সমস্ত আয় ইউনিসেফের গাজার শিশুদের দেওয়া হবে। আগের চেয়ে এখন বাচ্চাদের বেশি সাহায্যের প্রয়োজন। সবসময়ের মতো আপনাদের সমর্থন এবং উদারতার জন্য ধন্যবাদ। আমরা সবাই অনেক চমৎকার মানুষ।’

 

Link copied!