• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

মাত্র ৫৫ মিনিটেই জয় সাবালেঙ্কার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪, ০৮:১৬ পিএম
মাত্র ৫৫ মিনিটেই জয় সাবালেঙ্কার
জয়ের পর উচ্ছ্বসিত সাবালেঙ্কা। ছবি : সংগৃহীত

পুরুষদের বর্তমান চ্যাম্পিয়ন ও ২৪টি গ্রান্ড স্লাম শিরোপাজয়ী সার্বিয়ার নোভাক জকোভিচ এবারের অস্ট্রেলিয়ান ওপেনে রোববার তার প্রথম জয় পেতে কঠিণ লড়াই করেছেন অবাছাই খেলোয়াড় ক্রোয়েশিয়ার দিনো প্রিজমিকের বিপক্ষে। দীর্ঘ চার ঘণ্টারও বেশি সময় লড়ে জয় পান জকোভিচ। আর তার ঠিক উল্টোটা ঘটেছে নারীদের বর্তমান চ্যাম্পিয়ন বেলারুশের আরিনা সাবালেঙ্কার ক্ষেত্রে। 

১৮ বছর বয়সী জার্মানীর অবাছাই ও বিশ্বের ১৭২ নম্বর টেনিস খেলোয়াড় এল্লা সাইডেলকে সরাসরি ৬-০ ও ৬-১ সেটে পরাজিত করেন সাবালেঙ্কা। বিশ্বের ২ নম্বর তারকা সাবালেঙ্কা মাত্র ৫৫ মিনিটের সহজ লড়াইয়ে সাইডেলকে পরাজিত করেন। 

ম্যাচ জিতে ২৫ বছর বয়সী সাবালেঙ্কা তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘মেলবোর্নের এই টেনিস আসর আমার কাছে অনেক বড় বিষয়। কারণ, আমি আমার একমাত্র গ্রান্ড স্লাম শিরোপা জিতেছি এখানে। প্রথম রাউন্ডের ম্যাচ জিতে আমি বেশ খুশি। আমাকে সমর্থন দেওয়ার জন্য এখানকার দর্শকদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।’  

সাবালেঙ্কা দ্বিতীয় রাউন্ডে খেলবেন আরেক কিশোরী খেলোয়াড় ১৬ বছর বয়সী চেক প্রজাতন্ত্রের ব্রেন্দা ফ্রুভিরতোভার সঙ্গে। 
 

Link copied!