• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

বৃষ্টি আইনে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পেলো আয়ারল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩, ০৫:৩১ পিএম
বৃষ্টি আইনে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পেলো আয়ারল্যান্ড

চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিং নিয়ে বাংলাদেশ দুর্দান্ত খেললেও বৃষ্টির কারণে বন্ধ রয়েছে ম্যাচ। ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করে বাংলাদেশ। এই রানেই ইনিংসের সমাপ্তি ঘটে সাকিব আল হাসানদের।

যদিও বৃষ্টি থেমে গেছে। গ্রাউন্ডস্টাফরা আউটফিল্ড পরিষ্কার করার চেষ্টায় ব্যস্ত। আম্পায়াররা মাঠ ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন।

সবকিছু পর্যবেক্ষণ করে তারা সিদ্ধান্ত নিয়েছেন, ম্যাচ শুরু হবে ৫.৪০ মিনিটে। বৃষ্টি আইনে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পেলো আয়ারল্যান্ড। অর্থাৎ জয় পেতে তাদের ওভার প্রতি রান করতে হবে ১৩।

 

Link copied!