• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

এশিয়ান গেমসে ভারতের কোচ লক্ষণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ০৯:২৯ পিএম
এশিয়ান গেমসে ভারতের কোচ লক্ষণ
ফাইল ছবি

এশিয়ান গেমস ক্রিকেটে এই প্রথম অংশ নিচ্ছে ভারত। চীনে অনুষ্ঠিত এবারের এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেলেন সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ।

চীনের হাংঝুতে ২৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়ান গেমসের এবারের আসর। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ২০১৮ সালে এশিয়ান গেমসে ক্রিকেট না থাকলেও এবার থাকছে পুরুষ ও নারী উভয় বিভাগেই। এবারের গেমসে ছেলেদের বিভাগে ১৫টি দল ও নারীদের বিভাগে ৯টি দল অংশ নিচ্ছে।

এশিয়ান গেমসের জন্য এরই মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। রুতুরাজ গায়কওয়াড়ের নেতৃত্বে দলে আছেন যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, আর্শদীপ সিং, তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দরের মতো প্রতিভাবান খেলোয়াড়রা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান ভিভিএস লক্ষণকে প্রধান কোচের দায়িত্ব দিয়ে এশিয়ান গেমসের কোচিং প্যানেল সাজিয়েছে বিসিসিআই। কোচিং প্যানেলে বোলিং কোচ হিসেবে আছেন সাবেক ক্রিকেটার সাইরাজ বাহুতুলে ও ফিল্ডিং কোচ মুনিষ বালী।

মেয়েদের কোচিং প্যানেলকে অবশ্য শুধু এশিয়ান গেমসের জন্যই নয়, বরং ডিসেম্বরে আন্তর্জাতিক ব্যস্ততা শুরুর আগ পর্যন্ত দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। ভারতের হয়ে ২ টেস্ট ও ৩৪ ওয়ানডে খেলা হৃষিকেশ কানিতকারকে দেওয়া হয়েছে প্রধান কোচের দায়িত্ব। এই দলের বোলিং কোচ হিসেবে থাকবেন রাজীব দত্ত ও ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ। চলতি বছর ফেব্রুয়ারিতেও হারমানপ্রীতদের দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন কানিতকার।

খেলা বিভাগের আরো খবর

Link copied!