• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

অটোরিকশায় মিলল ৯৬ বোতল ভারতীয় মদ


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মে ২০, ২০২৪, ০৭:৪৯ পিএম
অটোরিকশায় মিলল ৯৬ বোতল ভারতীয় মদ

নোয়াখালীর সেনবাগে একটি এটিএম বুথের সামনে থেকে ৯৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২০ মে) সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।

এর আগে সকালে সেবারহাট পশ্চিম বাজারের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত সেরাজুল হকের ছেলে মো. ইয়াসিন (৩৮) এবং বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত গোলাম মাওলার ছেলে দেলোয়ার হোসেন (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার সেবারহাট পশ্চিম বাজারের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এটিএম বুথের সামনে পাকা রাস্তার ওপরে একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে ডিবি পুলিশ। এ সময় অটোরিকশা থেকে ৯৬ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয় এবং ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

রোববার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে সন্ধ্যায় বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৯৬ বোতল ভারতীয় হুইস্কিসহ ২ মাদক কারবারিকে আদালতে সোপর্দ করা হয়। আসামিরা নির্বাচনের আগের রাতে সরবরাহ করতে এসব মদ নিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন।

Link copied!