• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

পরিবর্তন আসতে পারে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সময়সূচি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩, ০৪:৪৭ পিএম
পরিবর্তন আসতে পারে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সময়সূচি
ফাইল ছবি

নানা জটিলতা কাটিয়ে অবশেষে কয়দিন আগেই বিশ্বকাপের সময় সূচি ঘোষণা করলো আইসিসি। বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি রাখা হয়েছিলো দ্বিতীয় সপ্তাহের শুরুতেই। ১৫ অক্টোবর হতে যাওয়া ভারত-পাকিস্তানের সেই ম্যাচের সূচিতে আসতে পারে পরিবর্তন এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম।

বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে লড়বে ভারত ও পাকিস্তান। সূচি অনুযায়ী, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ম্যাচটি। তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, এ ম্যাচের সূচিতে পরিবর্তন আসতে পারে। তবে সূচি পরিবর্তন হলে হাইভোল্টেজ এ ম্যাচটি কবে হবে তা নিয়ে কিছু জানানো হয়নি এখনও।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের দিনই নবরাত্রি পূজা। এ কারণে নিরাপত্তা এজেন্সিগুলো সূচি বদলের পরামর্শ দিয়েছে। যদি সূচি আসলেই বদলে যায়, তাহলে প্রায় এক লাখ দর্শক ঝামেলায় পড়ে যাবেন। কারণ, সূচি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই এ ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে। এরই মধ্যে আহমেদাবাদের অনেক হোটেলের রুম বুকিং দেওয়াও হয়ে গেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, ‘হাতে থাকা বিকল্প নিয়ে ভাবছি আমরা এবং খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা এজেন্সিগুলো আমাদের বলেছে, ভারত-পাকিস্তান ম্যাচের কারণে হাজার হাজার সমর্থক আহমেদাবাদে হাজির হবেন, এটা যেন এড়ানোর চেষ্টা করা হয়। কারণ, নবরাত্রির জন্য এমনিতেই নিরাপত্তা বাহিনীর ওপর অনেক চাপ যাবে।’

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবারের ওয়ানডে বিশ্বকাপের চারটি ম্যাচ হবে। ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও এ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও।

Link copied!