• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে বাংলাদেশ, জয়ের বিদায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ০৩:৪২ পিএম
দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে বাংলাদেশ, জয়ের বিদায়

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বাজিমাৎ করেছে আফগানিস্তান। মাত্র ৯ রানের মধ্যে শেষ ৫ উইকেট তুলে নিয়েছে তারা। বাংলাদেশও অবশ্য আফগান দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছে দ্রুত। পরের ব্যাটাররাও তাড়াতাড়ি আউট হয়ে ফলোঅনের শঙ্কা জাগায়। শেষ পর্যন্ত ফলোঅন এড়াতে পারেনি সফরকারীরা।

মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায় আফগানরা। বাংলাদেশের লিড ২৩৬ রানের। দ্বিতীয় দফায় আবার ব্যাট করতে নেমেছেও বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান বেশ ভালো সূচনার পথে হাঁটতে চাইলেও জয় উইকেট হারান। ইনিংসের ১৮ রানে ব্যক্তিগত ১৭ রানে বিদায় হন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১৮ রানে ব্যাট করছে বাংলাদেশ। 

Link copied!