‘মরিয়ম’ পেল আন্তর্জাতিক স্বীকৃতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:৫১ পিএম
‘মরিয়ম’ পেল আন্তর্জাতিক স্বীকৃতি

কলকাতায় ফেস্ট৫ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ কমিউনিটি অ্যান্ড কালচার অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মরিয়ম’। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ পুরস্কার ঘোষণা করা হয়। 

বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত এ ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন চৈতালী সমদ্দার। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বৈশাখী সমদ্দার, জান্নাতুল প্রীতি, সাইফুল ইসলাম পান্না প্রমুখ।

এই বছর ৬৯টি দেশ থেকে জমা পড়া ৫৫০টিরও বেশি চলচ্চিত্রের মধ্যে মাত্র ৩০টি ছবি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়। গর্বের বিষয়, ‘মরিয়ম’ সেই তালিকায় জায়গা করে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।

Link copied!