অন্তরঙ্গ ও চুম্বনে স্বাচ্ছন্দ নন বলেও বিকিনিতে ঝড় তুললেন মিমি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৯:৫২ পিএম
অন্তরঙ্গ ও চুম্বনে স্বাচ্ছন্দ নন বলেও বিকিনিতে ঝড় তুললেন মিমি

‘রক্তবীজ ২’ সিনেমার গান ‘চোখের নীলে’ গানটিতে বিকিনিতে দেখা গেছে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে, যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

মিমি পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে রাজি নন, চুম্বন দৃশ্যেও স্বচ্ছন্দ নন। আগে কয়েকটি সিনেমাও ছেড়েছেন এ কারণে। তবে এই গানে কেন বিকিনিতে রাজি হলেন?

অভিনেত্রী বলেন, দুটো তো আলাদা, আকাশ-পাতাল তফাত। একটা হলো, আমার শরীর, আমার সিদ্ধান্ত। দ্বিতীয়টা হলো, আমার শরীর, আমার সিদ্ধান্ত, কারও ঘনিষ্ঠ হতে হবে এবং ক্যামেরার সামনে, যেটা দর্শক দেখবে। আমি জানি হয়তো এটা খুব বিরাট ব্যাপার না। আজ থেকে ১০ বছর আগে বিকিনি পরতে কমফোর্টেবল ছিলাম না, কিন্তু আজকে হয়েছি। আমি যেদিন ওই সব দৃশ্য করতে স্বচ্ছন্দ হব, সেদিন হয়তো করব। আমার মনে হয় না, হব। আমি অনেক ছবি ছেড়েছি এই জন্য। তবে অনুতাপ নেই। কারণ, জানি ওটা করব না।

একই প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, আমার পরিবারও বেশ রক্ষণশীল। থ্যাঙ্ক গড, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, নয়তো লোকে বলত, বয়ফ্রেন্ডের জন্য এমন সিন করে না। তবে আমি এটাই। আমার মা খুব স্ট্রিক্ট। বিকিনি পরার জন্য মাকেও আমার কনভিন্স করাতে হয়েছে। তারপর বাবাকে বোঝাই যে আমার কাজ এটা। বলিউডে অনেকে পরেছে, সবাই প্রশংসা পেয়েছে। তারপর হলো।

প্রস্তাব পাওয়ার পরেই কি বিকিনি দৃশ্য করতে রাজি হয়েছেন নাকি সময় নিয়েছেন। মিমি এ প্রসঙ্গে বলেন, একা তো কিছু করছি না। নন্দিতাদি-শিবুদাদের (সিনেমার নির্মাতা) ওই টিমটা দরকার। ওই প্রোজেকশন দরকার। রাইট প্লেস, রাইট মোমেন্ট, ওই গানটা, ওই ডিওপি দরকার। ওই কমফোর্ট জোন না হলে করতাম না।’ একই প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘মেয়ে বিকিনি পরবে, মা রাজি হননি। মাকে বুঝিয়েছিলাম, আমার কাজের জন্য, দর্শককে নতুন কিছু দেওয়ার জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। নতুন কিছু না দিতে পারলে পিছিয়ে পড়ব।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!