• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

‘আমার সন্তানদের বলব, মেসির বিপক্ষে খেলেছি‍‍’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ১০:১৫ এএম
‘আমার সন্তানদের বলব, মেসির বিপক্ষে খেলেছি‍‍’

গত আসরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া এবারের বিশ্বকাপেও দুর্দান্ত ছিল। সব বাধা টপকে তারা সেমিফাইনালের মঞ্চে পৌঁছে গিয়েছিল। সেমির টিকিট নিশ্চিত করার লড়াইয়ে তারা হারিয়েছে বিশ্বের নাম্বার ওয়ান ব্রাজিলকেও।

ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জাস্কো ভারডিওল। ২০ বছর বয়সী এই তারকা সেমিফাইনালের পথে যেতে থামিয়েছেন বড় বড় তারকাকে। কিন্তু আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসিকে থামানোর কোনো পথই তিনি পাননি।

সেমিফাইনালে জুলিয়ান আলভারেজের গোলে মেসির শৈল্পিক অ্যাসিস্ট অসহায় দৃষ্টিতে দেখা ছাড়া তার আর উপায় ছিল না। ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

ম্যাচের পর ক্রোয়াট তারকা বলেন, “মেসির বিপক্ষে খেলা অসাধারণ। আমি এর আগেও তার বিপক্ষে খেলেছি। কিন্তু সে আর্জেন্টিনার জার্সি পরলেই ভিন্ন হয়ে যায়। আমি আমার সন্তানদের বলব, আমি মেসির বিপক্ষে খেলেছিলাম। তবে পরবর্তী দেখায় আমি তাকে হারাবোই।”

রোববার ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্স শিরোপা দখলের লড়াইয়ে মুখোমুখি নামবে। ফাইনালের পথে আর্জেন্টিনা হারিয়েছে ক্রোয়েশিয়াকে, ফ্রান্স জয় পেয়েছে মরক্কোর বিপক্ষে।

Link copied!