• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

মাথায় বলের আঘাত, হাসপাতালে মোস্তাফিজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১২:৪২ পিএম
মাথায় বলের আঘাত, হাসপাতালে মোস্তাফিজ
মাথায় অঘাত পাওয়ার পর মোস্তাফিজকে ঘিরে কুমিল্লা দলের সতীর্থরা। ছবি: সংগৃহীত

অনুশীলনের সময় মাথায় বল লেগেছে জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানের। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় ব্যাটারের শটে বল লাগলে মাথায় আঘাত পান তিনি। মোস্তাফিজ বোলিং করে ফেরার পথে এ ঘটনা ঘটে। পরে এই বাঁহাতি পেসারকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

সকাল ১০টায় অনুশীলন শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। স্কিল অনুশীলনের সময় নেটে লিটনকে বল করছিলেন মোস্তাফিজ। নিজের বল করা শেষে তিনি ফিরছিলেন বোলিং লাইন-আপের শেষ প্রান্তে। ঠিক ব্যাটারের দিকে ঘোরার সময় মোস্তাফিজের মাথার পেছনের দিকে এসে বল লাগে। মাটিতে লুটিয়ে পড়েন এই পেসার। 

প্রাথমিক চিকিৎসা দিলেও সেরে ওঠেননি মোস্তাফিজ। তাকে স্ট্রেচারে তুলে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে। তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন বলেন, ‘বল মাথায় লেগেছে। এরপর বসে ছিল মাঠে, রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় তাকে। তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সকলেই গেছে।’

Link copied!