• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ ভুলে গেছেন মেসি?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ১২:৫৩ পিএম
চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ ভুলে গেছেন মেসি?

কয়েক মাস আগেই অধরা বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি, পূর্ণতা পেয়েছে তার ক্যারিয়ার। তবে অন্যদিকে যে আরেকটি শিরোপা জয়ের স্বাদই হয়তো ভুলে গিয়েছেন। আপনাকে যদি প্রশ্ন করা হয়ে সর্বশেষ কবে মেসি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, একদম পাড় ফুটবল ভক্ত না হলে একটু কষ্ট হবে উত্তর দিতে।

মনে করিয়ে দেই, মেসি সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছেন প্রায় এক দশক আগে। ২০১৫ সালে বার্সেলোনার জার্সিতে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি।

এরপর থেকে চ্যাম্পিয়নস লিগ মানেই যেন মেসির দলের ভরাডুবি। বার্সেলোনার জার্সি গায়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আট গোলের লজ্জা, রোমার মাঠে চার গোলের হার, লিভারপুলের বিপক্ষে হার যেন মেসির হৃদয়ে এক একটা ক্ষত!।

তাও তো বার্সেলোনার জার্সি গায়ে অন্তত কোয়ার্টার ফাইনালে খেলতে পারতেন, শুধু শেষ মৌসুমে বিদায় নিয়েছিলেন শেষ ষোলো থেকে। ২০২১ সালে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেওয়ার পর অবস্থা যেন আরও করুণ। ফরাসি ক্লাবটির জার্সিতে শেষ ষোলোই পার করতে পারেননি মেসি।

অন্যদিকে মেসির পিএসজির ছাড়ার গুঞ্জন বাতাসে ভাসছে বেশ কয়েকদিন ধরে। এবার আবার শেষ ষোলো থেকে বাদ পড়লো দলটি। সবমিলিয়ে মেসিকে নতুন মৌসুমে আর পিএসজির জার্সিতে দেখছেন না অনেকেই।

বুধবার (৮ মার্চ) শেষ ষোলোর দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-০ গোলে হেরেছি পিএসজি। দুই লেগে একবারও গোল করতে পারেনি ফরাসি ক্লাবটি। সর্বশেষ ২৮ বছর আগে এরকম তেতো অভিজ্ঞতা হয়েছিল পিএসজির। ১৯৯৫ সালে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ০-৩ গোলের ব্যবধানে হেরেছিল তারা।

বিশ্বকাপ জয়ী মেসি চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ তিন আসরে বিদায় নিয়েছেন শেষ ষোলো থেকে, শিরোপা জিততে পারছেন না আট বছর ধরে। ফলে এটা বলাই, চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ ভুলে গিয়েছেন তিনি।

Link copied!