কাতার বিশ্বকাপ

গ্রুপ পর্বে বিদায় হয়ে ঘানার কোচের পদত্যাগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ০৩:৪১ পিএম
গ্রুপ পর্বে বিদায় হয়ে ঘানার কোচের পদত্যাগ

ঘানা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন দলটির কোচ অটো অ্যাডো।

৪৭ বছর বয়সী সাবেক ঘানা কোচ গত ফেব্রুয়ারিতে বরখাস্ত হওয়া মিলোভান রাজেভাকের স্থলাভিষিক্ত হন। প্রাথমিকভাবে অন্তর্বর্তী আপদকালীন কোচ হিসেবে ডিসেম্বরের শেষ পর্যন্ত একটি চুক্তিতে ছিলেন তিনি। জার্মান দল বরুসিয়া ডর্টমুন্ডের কোচেরও ভূমিকায় আছেন তিনি।

অ্যাডো বলেন, “আমি সবসময় বলেছি যদি আমরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করি তাহলে আমি পরে পদত্যাগ করব। এমনকি আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হলেও। আমার পরিবার জার্মানিতে থিতু হওয়ার বিষয়টিই ভাবছে।”

ঘানা বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে পর্তুগাল এবং উরুগুয়ের কাছে হেরে যায়। তবে দ্বিতীয় ম্যাচে তারা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিতে পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখে। গ্রুপের তলানিতেই তারা তাদের টুর্নামেন্ট শেষ করেছে।

পর্তুগালের বিপক্ষে শেষ ম্যাচ হেরে অ্যাডো বলেন, “ফুটবল সুন্দর, মাঝে মাঝে অসুন্দরও হয়। এটা আজ আমাদের জন্য অসুন্দর। আমাদের শিখতে হবে এবং আমি খুব নিশ্চিত যে আমরা ভবিষ্যতে এটি থেকে শিখব।”

অ্যাডো হামবুর্গে জন্মগ্রহণ করেছিলেন এবং তার বেশিরভাগ ম্যাচ এবং কোচিং ক্যারিয়ার জার্মানিতে কাটিয়েছেন।

Link copied!