• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

ফাইনালের আগে দেশজুড়ে নিরাপত্তা জোরদার ফ্রান্সের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ১০:০১ পিএম
ফাইনালের আগে দেশজুড়ে নিরাপত্তা জোরদার ফ্রান্সের

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর কাতারেও শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ফ্রান্স। তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে ইউরোপিয়ান দলটি। রোববারের (১৮ ডিসেম্বর) ফাইনালের আগে ফ্রান্সজুড়ে সংঘর্ষের শঙ্কায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।

বিশ্বকাপ ফাইনাল উপভোগ করতে ফ্রান্সের বিভিন্ন জায়গায় রোববার ব্যাপক জনাসমাগম হবে। এই জনসমাগমের মধ্যে সহিংসা ও অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কা রয়েছে। তাই আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ফ্রান্সের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত ১৪ হাজার পুলিশ সারা দেশজুড়ে মোতায়ন করা হচ্ছে।

কাতার বিশ্বকাপ চলাকালে ফ্রান্সে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। মরক্কোর বিপক্ষে ম্যাচ জয়ের পর দেশটিতে হয়েছিল বড় সংঘর্ষ। সেখানে ১১৫ জনকে আটক করা হয়েছিল। এছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পরও ঘটেছিল অপ্রীতিকর ঘটনা। এইসব সমস্যা এড়াতেই অতিরিক্ত পুলিশ মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স পুলিশ।

শুধু ফাইনাল নয়, বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দিন শনিবারও (১৭ ডিসেম্বর) থাকবে অতিরিক্ত পুলিশ। এইদিন অতিরিক্ত ১২ হাজার ৮০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে ফ্রান্স।

১৯৯৮ ও ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ শিরোপা জয় উদযাপনের কেন্দ্রবিন্দু ছিল দেশটির শানজ এলিজে অ্যাভেনিউ। এবারও সেখানে বড় পর্দায় খেলা দেখানো হবে। ব্যাপক জনসমাগমের নেতৃত্ব দিতে লাখ দশেক মানুষ জড়ো হতে পারে। রোববার তাই সেখানে পুলিশের ২,৭৫০ জন সদস্য উপস্থিত থাকবেন। তাছাড়া, ফাইনালের দিন সেখানে গাড়ি চলাচলও বন্ধ থাকবে বলে জানিয়েছে ফ্রান্স প্রশাসন।

Link copied!