• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

পিসিবির সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৩:০১ পিএম
পিসিবির সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান মারা গেছেন
শাহরিয়ার খান। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান লাহোরে ভোরে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৯ বছর। শনিবার পিসিবি এক বিবৃতিতে এই তথ্য জানায় এবং তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।

শাহরিয়ার খান ২০০৩ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের অক্টোবর এবং ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘১৯৯৯ সালের ভারত সফর এবং ২০০৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে শাহরিয়ার খান পাকিস্তান জাতীয় দলের টিম ম্যানেজার হিসেবেও কাজ করেছিলেন।’

বোর্ড বিবৃতিতে শাহরিয়ার খানের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেছে, গত এক দশকে পাকিস্তানে ক্রিকেটকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, ‘পিসিবির পক্ষ থেকে, সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খানের মৃত্যুতে আমি গভীর শোক ও শোক প্রকাশ করছি। তিনি একজন ভালো প্রশাসক ছিলেন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে পাকিস্তান ক্রিকেটের সেবা করেছেন।’
 

Link copied!