বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ফুটবল সংক্রান্ত সকল কার্যকলাপ থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করলো সংস্থা ফিফা। শুধু নিষেধাজ্ঞা নয়, সোহাগকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
শুক্রবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ফিফা। ফিফা জানায়, বাফুফেকে দেওয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্য দিয়েছেন আবু নাঈম সোহাগ। ইতোমধ্যে সোহাগকে তার নিষেধাজ্ঞার বিষয়ে চিঠি পাঠিয়েছে ফিফা। এছাড়া বাফুফে ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকেও দেওয়া হয়েছে চিঠির অনুলিপি।
সোহাগের বিরুদ্ধে সাধারণ আর্টিকেল ১৩ (দায়িত্বে অবহেলা), ১৫ (সততা) ও ২৪ (মিথ্যা তথ্য দেওয়া) ভঙ্গের অভিযোগ দেখিয়েছে ফিফা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিফা থেকে দেওয়া অর্থ খরচ সংক্রান্ত বিষয়ে বাফুফের দেওয়া তথ্য তদন্ত করেছে ফিফা। তদন্ত শেষে তথ্যে গলদ পেয়েছে ফিফার স্বাধীন এথিকস কমিটি।
তবে ফিফার দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন সোহাগ। কয়েকদিন আগে টাকার অভাব দেখিয়ে জাতীয় নারী ফুটবল দলকে অলিম্পিক বাছাইয়ে না পাঠানোয় দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে বাফুফে।
এমনকি ক্রিকেট বোর্ডের সঙ্গেও দ্বন্দ্বে জড়ায় তারা। পরোক্ষভাবে তারা ক্রীড়া মন্ত্রণালয়কেও দায়ী করে। এরপর সরকারের তোপের মুখেও পড়ে বাফুফে। বর্তমানে সংস্থাটির বিরুদ্ধে সংসদীয় তদন্ত চলছে। এতকিছুর মধ্যেই এই দুঃসংবাদ পেল বাফুফে।