সুদানের পশ্চিমাঞ্চলীয় এল-ফাশার শহরে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দখলের পর গণহত্যা এবং ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। এতে হাজার হাজার বেসামরিক মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, বাস্তুচ্যুতরা খাবার ও পানি ছাড়াই ৬০ কিলোমিটারের বেশি পথ পায়ে হেঁটে তাওইলা শহরে পৌঁছাচ্ছে। তারা ক্লান্ত, ক্ষুধার্ত এবং অপুষ্টিতে ভুগছে, যার মধ্যে অনেক শিশু পরিবারের ছাড়াই এ পথ পাড়ি দিচ্ছে।
ইউনিসেফের পুষ্টি বিশেষজ্ঞ আবুবকর আহমেদ বলেন, গত সপ্তাহে ছয় হাজারের বেশি মানুষ এল-ফাশার থেকে পালিয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। পথে অনেককে মারধর করা হয়েছে, কেউ কেউ চার দিন বা তারও বেশি সময় খাবার ও পানি ছাড়াই চলেছেন।
সুদানের সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আরএসএফ ২৫ জন নারীকে ধর্ষণ এবং ৩০০ জনকে হত্যা করেছে। শহর দখলের পর ভেতরে আটকা পড়া হাজার হাজার বেসামরিক নাগরিকের জীবন সংকটাপন্ন।
ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানিয়েছে, চিকিৎসা সরঞ্জামের অভাবের কারণে রোগীরা মারা যাচ্ছে। এল-ফাশারের স্বাস্থ্যসেবা রক্ষা ও মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান যুদ্ধের কারণে প্রায় ২০ হাজার মানুষ নিহত এবং দেড় কোটিরও বেশি মানুষ শরণার্থী বা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।




































