জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। ইনস্টাগ্রাম বা ফেসবুকে জয়ার পোস্ট করা ছবি মানেই যেন ভক্তদের জন্য বিশেষ উপহার। তার অনুসারীর সংখ্যাও নেহাত কম নয়।
প্রায় সময়েই নতুন নতুন রূপে ধরা দিয়ে অনুরাগীদের মুগ্ধ করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েস্টার্ন পোশাকে ছবি প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছেন জয়া।
ছবিতে তাকে দেখা গেছে বেশ আবেদনময়ী লুকে, যেখানে তার মিষ্টি হাসি ও অপরূপ গ্ল্যামার নজর কেড়েছে নেটিজেনদের। ছবি শেয়ার করে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘দুইজন সুন্দর মানুষ, একে অপরের দিকে তাকিয়ে আছে।’
অভিনেত্রীর ইঙ্গিতপূর্ণ এই ক্যাপশনটি নেটিজেনদের মনে কৌতূহল সৃষ্টি করেছে। দ্বিতীয় সুন্দর মানুষটি কে, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তরা কমেন্ট বক্সে উপচে পড়া ভালোবাসা ও প্রশংসা জানিয়েছেন।
একজন অনুরাগী জয়ার রূপের প্রশংসা করে লিখেছেন, ‘সৌন্দর্য শুধু মুখের নয়, তা লুকিয়ে আছে তোমার ভঙ্গিমায়, তোমার হাসিতে, আর ক্যামেরার সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করো তাতেই।’ আরেকজন মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন, ‘এক ফ্রেমে এত সৌন্দর্য!’
































