• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিয়ে না করলে নিজের ছেলেকে পেতাম না : শ্রাবন্তী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৬:৩৮ পিএম
বিয়ে না করলে নিজের ছেলেকে পেতাম না : শ্রাবন্তী

ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। নিজের ব্যক্তিগত জীবনে যতই চড়াই-উতরাই আসুক না কেন, হাসিমুখে পেশাদার জগতের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন।তিনবার বিয়ে ভেঙেছে। তার দুই প্রাক্তন স্বামী এখন নতুন সংসার করছেন। এদিকে একা ছেলেকে মানুষ করেছেন শ্রাবন্তী। 

বিয়ে ভাঙার আঁচ লাগতে দেননি ছেলের গায়ে। ছেলের জন্য একটা সময় নিজের ক্যারিয়ার পর্যন্ত স্যাক্রিফাইস করেছিলেন তিনি। নায়িকা হিসেবে শ্রাবন্তীর আত্মপ্রকাশ চ্যাম্পিয়ান ছবির সঙ্গে। বক্স অফিসে দারুণ সফল সেই ছবি। নায়িকা তখন দশম শ্রেণির ছাত্রী। 

ভালোবাসার টানে বাড়ির অমতে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন ১৬ বছর বয়সে। বছর ঘুরবার আগেই মা হন নায়িকা। ১৭ বছর বয়সে স্কুলের গণ্ডি পার করার আগেই মা হয়েছিলেন শ্রাবন্তী।

এক পডকাস্টে শ্রাবন্তী বলেন, ‘আমার কাছে প্রায়োরিটি খুব জরুরি। সেইসময় আমি ভেবেছিলাম নিজেকে সময় দেব।’

তার কথায়, ‘হয়ত ওতো ছোট বয়সে বিয়ে করাটা (বাড়াবাড়ি) ভীষণ কিন্তু কপালে ছিল। কিন্তু বিয়েটা না করলে হয়ত আমি নিজের ছেলেকে পেতাম না। ঝিনুককে আমি খুব ছোটবেলায় পেয়েছি।’

অভিনেত্রী বলেন, ‘আমরা একসঙ্গে বড় হয়েছি। আমি নিজেও খুব ছোটছিলাম। তখন আমার মনে হয়ছিল ছেলেকে সময় দিই। আমি খুব এনজয় করেছি ছেলের সঙ্গে সময়টা। ওর জন্ম, বড় হওয়া।’

Link copied!