বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাহানারা আলম। টাইগ্রেস সাবেক অধিনায়কের এমন চাঞ্চল্যকর অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে তোলপাড় শুরু হয়েছে ক্রিকেটপাড়ায়।
এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার জাহানারা ইস্যুতে মুখ খুলেছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি আশা করেন বিসিবির তদন্ত কমিটি যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে মাশরাফি বলেন, 'বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়।'
পোস্টের শেষে ‘নিরাপদ ক্রীড়াঙ্গন’ গড়ার আহ্বানও জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন সবার জন্য নিরাপদ থাকে, এইটাই আমাদের প্রত্যাশা।’
এর আগে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে জাহানারা আলম ২০২২ বিশ্বকাপের সময় যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। সাক্ষাৎকারে জাহানারা বলেন, ‘উনি (মনজুরুল ইসলাম) একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’
তিনি আরও জানান, দলের ক্যাম্প চলাকালীন মঞ্জুরুল প্রায়ই নারী ক্রিকেটারদের কাছাকাছি আসার চেষ্টা করতেন। মনজুরুলকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, 'বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মনজুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।'






































