• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়: হেফাজত আমীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৭:৫০ পিএম
জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়: হেফাজত আমীর

 


হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘সহিহ আকিদা ও মানহাজের অনুসারী সব ইসলামি দলকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি বলেন, “আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের পথে — কুরআন, সুন্নাহ ও সাহাবায়ে কেরামের আদর্শই আমাদের দিশা। কিন্তু কেউ কেউ ইসলামের এ বিশুদ্ধ ধারাকে বিকৃত করার অপচেষ্টা চালাচ্ছে।”

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত ‘কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান’ শীর্ষক উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুনগরী বলেন, “জামায়াতে ইসলামী ও আমাদের চিন্তাধারা এক নয়। আমরা মদিনার ইসলাম অনুসরণ করি, তারা মওদুদির দর্শনের অনুসারী। মওদুদিবাদ আহলে সুন্নতের আকিদার সঙ্গে সাংঘর্ষিক।” তিনি আরও বলেন, “মওদুদির ফেতনা কাদিয়ানিদের চেয়েও ভয়াবহ, কারণ এটি ইসলামের ভেতর থেকে উদ্ভূত বিভ্রান্তি।”

হেফাজত আমির অভিযোগ করেন, “জামায়াতে ইসলামী সাহাবায়ে কেরাম সম্পর্কে বিতর্ক তৈরি করে কুরআন ও হাদিসের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। বিশ্বের বহু আলেম এ বিষয়ে সতর্ক করেছেন।”

জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন সংক্রান্ত চুক্তির সমালোচনা করে তিনি বলেন, “বাংলাদেশ একটি মুসলিম প্রধান স্বাধীন দেশ। জাতিসংঘের অফিস স্থাপনের চুক্তি আমাদের সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি। দেশপ্রেমিক জনগণের পক্ষ থেকে আমি এ চুক্তি বাতিলের দাবি জানাচ্ছি।”

বাবুনগরী আহ্বান জানান, “ইসলামের মূলধারা রক্ষায় রাজনৈতিক ও অরাজনৈতিক সব ইসলামি সংগঠনকে আকিদার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। বিদেশি চাপ বা মতবাদের প্রভাবে যেন মসজিদ-মাদ্রাসা, দাওয়াত-তাবলিগ ও তাসাউফের কাজ ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “কওমি মাদ্রাসা শুধু জ্ঞানের কেন্দ্র নয়, বরং ইসলামি সভ্যতা ও জাতীয় চেতনার ধারক। এর মর্যাদা রক্ষায় আমাদের দায়িত্ববোধ থাকতে হবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন দাওয়াতুল ইহসান বাংলাদেশের সভাপতি আল্লামা আবদুল আউয়াল। অনুষ্ঠানে পাকিস্তানের বিশিষ্ট আলেম আল্লামা ইলিয়াস গুম্মান, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ দেশ-বিদেশের বহু আলেম উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!