আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তন বা মাইগ্রেশনের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১০ নভেম্বর পর্যন্ত এ সংক্রান্ত আবেদন জমা দেওয়া যাবে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল জামিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ভোটার এলাকা পরিবর্তন করবেন যেভাবে
ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্ধারিত ফরম-১৩ সঠিকভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে সরাসরি জমা দিতে হবে। ফরমটি নির্বাচন কমিশনের ওয়েবসাইট (ecs.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, যারা বাসস্থান পরিবর্তন করেছেন বা নতুন এলাকায় ভোট দিতে চান, তাদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে। সময়সীমা পেরিয়ে গেলে এ সুযোগ আর পাওয়া যাবে না।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর প্রকাশ করা হবে নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা। এর আগে ৪ নভেম্বর সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে, যাতে তারা নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়া সব আবেদন যাচাই-বাছাই সম্পন্ন করেন।
অর্থাৎ, ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ আর মাত্র দুই দিন। তাই যারা এখনো আবেদন করেননি, তারা দ্রুত ফরম পূরণ করে নিজ এলাকার নির্বাচন অফিসে জমা দিতে পারেন।



































