• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

৪ নিয়ম মানলেই চালু হবে আপনার কনটেন্ট মনিটাইজেশন!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১১:০২ এএম
৪ নিয়ম মানলেই চালু হবে আপনার কনটেন্ট মনিটাইজেশন!

অনেকেই ফেসবুকে নিয়মিত ভিডিও বানিয়ে যাচ্ছেন, তবুও এখনো মনিটাইজেশন পাচ্ছেন না। অথচ ঠিকভাবে কাজ করলে কয়েক মাসের মধ্যেই আয় শুরু করা সম্ভব। ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন চালু করতে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানা জরুরি—যা অনেকেই জানেন না।

বিশেষজ্ঞদের মতে, একজন কনটেন্ট ক্রিয়েটরের প্রথম কাজ হচ্ছে নিজের পেজকে স্পাম থেকে মুক্ত রাখা। অনেকেই ভুল করে ফলোয়ারের তুলনায় অনেক বেশি লোককে ফলো করেন, যা ফেসবুক অ্যালগরিদমে স্প্যামিং বিহেভিয়ার হিসেবে ধরা পড়ে। যেমন—আপনার ফলোয়ার ৪০০, কিন্তু ফলো করছেন ২০০০ জনকে—এটা ফেসবুকের দৃষ্টিতে সন্দেহজনক। এই কারণে অনেক পেজের রিচ ও মনিটাইজেশন বন্ধ হয়ে যায়।

তাই প্রথম নিয়ম হলো—
১. ফলোয়ার ও ফলোইং-এর ভারসাম্য রাখুন
আপনার যতজন ফলোয়ার আছে, তার চেয়ে বেশি ফলো করা যাবে না। প্রয়োজনে ব্যক্তিগত প্রোফাইল দিয়ে অন্যদের ফলো করুন, পেজ দিয়ে নয়।

দ্বিতীয় নিয়ম—
২. মাল্টিপল কনটেন্টে কাজ করুন

শুধু রিলস বা শর্ট ভিডিও দিয়েই মনিটাইজেশন পাওয়া সম্ভব নয়। ফেসবুক এখন মাল্টি-অ্যাক্টিভ ক্রিয়েটরদের প্রাধান্য দিচ্ছে। তাই লং ভিডিও, রিলস, ছবি, স্টোরি এবং টেক্সট পোস্ট—সবকিছুতেই নিয়মিত পোস্ট দিন। সব ক্ষেত্র থেকেই ইনকাম আসে।

তৃতীয় নিয়ম—
৩. এঙ্গেজমেন্ট বাড়ান

মনিটাইজেশন পেতে শুধু ভিউ নয়, এঙ্গেজমেন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে—লাইক, কমেন্ট, শেয়ার যত বেশি হবে, আপনার ভিডিও তত দ্রুত মনিটাইজেশনের আওতায় আসবে। একটি ভিডিওতে যদি লাখ লাখ ভিউ হয় কিন্তু লাইক-কমেন্ট কম থাকে, তাহলে সেটি মনিটাইজেশনের জন্য যথেষ্ট নয়।

চতুর্থ নিয়ম—
৪. ফেসবুকের গাইডলাইন ভালোভাবে জানুন

অনেকে না জেনে পোস্টে বা ভিডিও টাইটেলে এমন শব্দ ব্যবহার করেন, যা সেনসিটিভ কনটেন্ট হিসেবে ধরা পড়ে। যেমন—হত্যা, ধর্ষণ, রাজনীতি, পতিতা ইত্যাদি শব্দ। এসব শব্দ ব্যবহার করলে ফেসবুক স্ট্রাইক দিতে পারে, এমনকি পেজও বন্ধ হতে পারে। তাই গাইডলাইন জেনে কনটেন্ট তৈরি করাই সবচেয়ে নিরাপদ পথ।

এ ছাড়া, ডুয়েট বা রিঅ্যাকশন ভিডিও বানানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ অন্যের কনটেন্ট ব্যবহার করলে কপিরাইট সমস্যা দেখা দিতে পারে।

ফেসবুক মনিটাইজেশনে সফল হতে হলে নিয়মিত শেখা ও গাইডলাইন জানা জরুরি। অনেকেই এখন অনলাইন কোর্স ও লাইভ ক্লাসের মাধ্যমে এসব নিয়ম শিখে নিজেদের পেজ সফলভাবে মনিটাইজ করতে পারছেন।

Link copied!