আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজশাহী শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা তাঁকে সবসময় মুগ্ধ করে। তিনি বলেন, “রাজশাহীতে এলেই মনটা ভালো হয়ে যায়। এখানকার মানুষের আন্তরিকতা ও শৃঙ্খলা সত্যিই অনুকরণীয়।”
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেন। সেখানে কেন্দ্রের প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, “টিটিসির কার্যক্রম দেখে আমি অভিভূত। সবাই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে—এটা সত্যিই প্রশংসনীয়।”
তবে নির্বাচন প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এখানে নির্বাচন নিয়ে কথা বলতে আসিনি। টিটিসির কাজ দেখতে আর কিছু আইনি বিষয় নিয়ে রাজশাহীতে এসেছি। আগামীকাল কোর্টে যাব। পরে এ বিষয়ে কথা হবে।”
এ সময় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, টিটিসির কর্মকর্তারা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



































