• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

হাসপাতালে মাহমুদউল্লাহ, স্ত্রী বললেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০১:৩৫ পিএম
হাসপাতালে মাহমুদউল্লাহ, স্ত্রী বললেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন

আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার এখনও ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলে যাচ্ছেন। কিছুদিন আগে ইনজুরিতে পড়ায় অবশ্য মাঠের বাইরেই আছেন রিয়াদ। আর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ। যে কারণে এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে চোট কাটিয়ে ফেরার পথেই ছিলেন। নিয়মিত রিহ্যাভ সেশন করছিলেন তিনি। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।

গত চারদিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতে জ্বরে ভুগলেও পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন রিয়াদ। এখনো হাসপাতালে থাকলেও মাহমুদউল্লাহর শারীরিক অবস্থার আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ থেকে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২-১ দিনের মধ্যেই বাড়িতে ফিরতে পারবেন সাবেক এই ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেখা যেতে পারে তাকে। 

এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রিয়াদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার। পোস্টে তিনি লিখেছেন, 'আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!'

Link copied!