দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার ভক্তরা ভালোবেসে তাকে জাতীয় ক্রাশ বলে ডাকে। তার সরল হাসি কোটি কোটি অনুসারীদের মোহিত করে। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে তার জুড়ি মেলা ভার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকাকে প্রশ্ন করা হয় ‘আপনার কি কখনও মনে হয়েছে মেয়েদের মতো পুরুষদেরও প্রতি মাসে পিরিয়ড হওয়া উচিত?’ এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন,’হ্যাঁ, অবশ্যই চাই এমনটা হোক।’
রাশমিকার এমন মন্তব্যে সামাজিকমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে নেটিজেনরা। অনেকেই নায়িকার প্রশংসা করে বলছেন, ‘রশমিকা সবসময় মনের কথা বলেন। তাঁর কথায় কোনো লুকোছাপা নেই।’
অন্যদিকে নেটিজেনদের একাংশ অভিনেত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করে লিখেছেন, ‘রাশমিকা এই মন্তব্যের মাধ্যমে প্রকৃতির বিরুদ্ধে কথা বলেছেন এবং তাঁর কথার কোনো ভিত্তি নেই।’ যদিও এই বিতর্ক নিয়ে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
এর আগে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর এক সাক্ষাৎকারে বলেছিলেন পুরুষের ঋতুস্রাবের ব্যাথা হলে পারমাণবিক যুদ্ধ লেগে যেত।
রাশমিকাকে সবশেষ বড়পর্দায় দেখা যায় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের নতুন ছবি ‘থামা’। আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত ছবিটির বিশ্বব্যাপী আয় ইতিমধ্যেই ১৫০ কোটি রুপি ছাড়িয়েছে। এটি প্রথম দিনেই দেশীয় বক্স অফিসে ২৪ কোটি রুপির ওপেনিং হয়েছিল।
































