• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

ইউরো ট্রামপোলিনে পেজের শিরোপা অক্ষুন্ন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪, ০৭:৪০ পিএম
ইউরো  ট্রামপোলিনে  পেজের শিরোপা অক্ষুন্ন
ট্রামপোলিনের মোহনীয় ভঙ্গিমায় ব্রায়োনি পেজ। ছবি : সংগৃহীত

অলিম্পিক রৌপ্য পদক বিজয়ী ব্রায়োনি পেজ পর্তুগালে অনুষ্ঠিত  ইউরোপীয় মহিলাদের ট্রামপোলিন ইভেন্টে তার শিরোপা অক্ষুন্ন রেখেছেন।

মহিলাদের সিনক্রোনাইজড্ ইভেন্টে স্বর্ণ জেতার একদিন পর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন পেজ এই পদক জিতলেন।

৩৩ বছর বয়সী ব্রিটেনের পেজ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করতে শেষ দিনে ট্রাম্পোলিন, ডাবল মিনি-ট্রাম্পোলিন ও  টাম্বলিং-এ ৫৫.৬৩০ পয়েন্ট স্কোর করেন।  

পেজের স্বদেশি ৩০ বছর বয়সী ক্রিস্টফ উইলারটন পুরুষদের টাম্বলিংয়ে ব্রোঞ্জ জয় করেনি।  

দিনটি আসলে ছিল পেজের, যিনি দুই বছর আগে ইতালিতে শেষ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে একই ইভেন্টে  সাফল্য লাভ করেছিলেন। ওই সময় তিনি ব্যক্তিগত এবং সিনক্রোনাইজড্ ইভেন্টেরও শিরোপা জিতেছিলেন।

পেজ বলেন, ‘আমি প্যারিসের গ্রীষ্মকালীন অলিম্পিকে যে রুটিনগুলি করতে চেয়েছি, তা প্রকাশ করা আমার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। আমি সেরা ফলাফলের আশা করেছিলাম। ফলে সিনক্রোনাইজড্ এবং ব্যক্তিগত প্রতিযোগিতার ফলাফলে আমি সত্যিই খুশি।’

বর্তমান ব্রিটিশ চ্যাম্পিয়ন ইজি সংহার্স্ট, যিনি পেজকে সিনক্রোনাইজড্ ইভেন্টে স্বর্ন পদক জয়ের পার্টনার,  তিনি  ট্রামপোলিন ইভেন্টে সপ্তম স্থান লাভ করেন। 

Link copied!