• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

চোটে মাঠের বাইরে ইংলিশ তারকা আর্নল্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৪, ০৩:২৫ পিএম
চোটে মাঠের বাইরে ইংলিশ তারকা আর্নল্ড
ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের লিভারপুল ফুটবল ক্লাবের ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড হাঁটুর ইনজুরির কারণে খুব সম্ভবত আগামী তিন সপ্তাহ মাঠে নামতে পারবেন না।  এমনটাই বলেছেন ক্লাবের সহকারী ব্যবস্থাপক পেপ লিজিন্ডারস।

রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডে আর্সেনালের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েন ইংল্যান্ড জাতীয় দলের ২৫ বছর বয়সী এই তারকা।

লিজন্ডারস বলে, ‘ট্রেন্টের হাঁটুর পাশের লিগামেন্টে সামান্য ছিঁড়ে গেছে।  সেখানে স্ক্যান করা হয়েছে। বেশ কিছুদিন তিনি মাঠের বাইরে থাকবেন। এটা দলের জন্য একটা বড় ধাক্কা। আমরা সত্যিই তাকে মিস করব।’
লিজন্ডারস যোগ করেন, তাকে ছাড়া  দলের গতিশীলতা বজায় রাখা আমাদের জন্য হবে খুবই কষ্টকর। তার অসাধারণ খেলা প্রতিপক্ষ আমাদের রক্ষণভাগে ঢুকতে হিমশিম খেয়ে যায়।

তিনি বলেন, তবে আর্নল্ড কিছুদিন বিশ্রাম পাবেন এবং আশা করি তারপর তিনি যেখানে ছিলেন সেখানেই ফিরে আসতে পারবেন। 

বুধবার কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে ফুলহামের বিপক্ষে খেলবে প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে  থাকা দল লিভারপুল। 

লিভারপুল আগামী ২১ জানুয়ারি প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মুখোমুখি হবে। আর ২৪ জানুয়ারি ফুলহ্যামের বিপক্ষে কারাবাও কাপের দ্বিতীয় লেগ ম্যাচ খেলবে।

 

Link copied!