• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

চেলসিকে হারিয়ে সেমিতে এক পা রিয়ালের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ০৩:২৩ এএম
চেলসিকে হারিয়ে সেমিতে এক পা রিয়ালের
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে পুরো ম্যাচেই দাপট দেখালো রিয়াল মাদ্রিদ। মৌসুম জুড়ে ব্যর্থতার বৃত্তে আটকে থাকা চেলসি নতুন কোচের অধীনেও সেখানেই থাকলো। ইংলিশ ক্লাবটিকে সহজেই হারিয়ে সেমির পথে এক পা দিয়ে রাখলো রিয়াল।

বুধবার (১২ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে চেলসিকে। স্বাগতিকদের হয়ে এই ম্যাচে গোল করেন করিম বেনজেমা ও মার্কো আসেনসিও।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল খেতে বসেছিল রিয়াল। প্রতি-আক্রমণে বক্সে ঢুকে পড়েন চেলসির পর্তুগিজ ফুটবলার জোয়াও ফেলিক্স। তবে তার শট সোজা রিয়াল গোলরক্ষকের হাতে গেলে সুযোগ হাতছাড়া হয় ইংলিশ ক্লাবটির।

ম্যাচের ২১তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। সতীর্থ দানি কারাভাহালের ক্রসে পা লাগান ভিনিশিয়াস, সেই বল চেলসি গোলরক্ষক থামালেও নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফাঁকায় সেই বলেই আলতো টোকায় লক্ষ্যভেদ করেন রিয়াল অধিনায়ক করিম বেনজেমা।

এই নিয়ে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে টানা তিন ম্যাচে গোল পেলেন বেনজেমা। এর আগে শেষ ষোলোয় লিভারপুলের বিপক্ষে দুই ম্যাচে করেছিলেন তিনটি।

দুই মিনিট পরই সমতায়  ফেরার সুযোগ পায় চেলসি। তবে রহিম স্টার্লিংয়ের শট প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।

 ম্যাচের ৫৯তম মিনিটে দশ জনের দলে পরিণত চেলসি। ডি-বক্সে ঢোকার মুখে রদ্রিগোকে টেনে ফেলে দেন চেলসির ইংলিশ ডিফেন্ডার বেন চিলওয়েল। রেফারি সাথে সাথেই লাল কার্ড দেখান তাকে।

৭৪তম মিনিটে ব্যবধান দ্বিগুন করে রিয়াল। বদলি হিসেবে মাঠে নামার মাত্র তিন মিনিটের মাথায় লক্ষ্যভেদ করেন রিয়ালের স্প্যানিশ ফুটবলার মার্কো আসেনসিও।

ম্যাচের বাকি সময় লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। দ্বিতীয় লেগে আগামী মঙ্গলবার ফিরতি লেগে স্টাম্পফোর্ড ব্রিজে মুখোমুখি হবে দুই দল।

Link copied!